এ কে দুলাল
তুমি উন্মাতাল বৈশাখের কথা বল ।
খর রোদ্রের কথা বল , অস্থির উন্মাদনার কথা বল ।
উদ্ভ্রান্ত আবেগে দিশেহীন পথে ছুটে চলার কথা বল তুমি ,
নদী এবং নারীর কথা বল !
তুমি বুলেটের কথা বল ,গর্জনরত কামানের কথা বল !
তুমি হানাদারের বেয়নেটে ক্ষতবিক্ষত নিরস্ত্র জনতার কথা বল ।
আর্ত চিৎকারের কথা বল – আর্তনাদের কথা বল ।
সন্তানহারা জননীর এক মহাকাশ সম হাহাকারের কথা বল।
তুমি সমূহ মৃত্যুকে বুক চিতিয়ে আঁকড়ে ধরার- অসীম সাহসের কথা বল ।
যুদ্ধাহত যে যুবক মৃত্যুর ঠিক আগ মুহূর্তে পরম মমতায় অস্ফুটে উঠেছিল গেয়ে –
“আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি” –
তার কথা বল তুমি ।
জীবনের ক্ষুধা যাকে টেনে নিয়ে যায় মৃত্যুর পথে – তার কথা বল ।
তুমি আগুন ঝরা দিবসের কথা বল ,
তুমি দহন এবং দাহের কথা বল।
তুমি মৃত্তিকার কথা বল !
কর্ষিত ভূমিতে উড়ন্ত বালুকার সাথে লেপটে থাকা কৃষকের মমতার কথা বল ।
কামারের হাতুরির ঠনঠন শব্দে বেজে ওঠা বিশুষ্ক জীবন সঙ্গীতের কথা বল ।
তুমি সেই যুবকের কথা বল –
অস্থির অনিশ্চিত পথে যে হেঁটেছে অবিরাম ;
সারাদিন খায় নি সে কিছু ,
তবু মুখে অমলিন হাসি , চোখে সুদূরের রঙিন স্বপ্ন –
সেই পথচারী সপ্নবাজ যুবকের কথা বল ।
তুমি মিলনের কথা বল !
তুমি বিরহের কথা বল !
যে আবেগ ভাসিয়েছে অফুরান প্রেমের বানে- সেই সুরম্য সুখের কথা বল ।
হৃদয়ের কেন্দ্রভূমে চিরস্থায়ী ক্ষতের কারন যে মানবী – তার কথা বল তুমি ।
ত্মুমি বহুকালের লালিত স্বপ্নের হঠাৎ ঝড়ে উড়ে যাবার কথা বল।
অকারনে লালন করা কিছু আয়েশি দুঃখের কথা বল ।
তুমি কান্নার কথা বল, হাসির কথা বল !
তুমি স্মৃতির কথা বল , বিস্মৃতির কথা বল !
বিদ্রোহের কথা বল , বিপ্লবের কথা বল তুমি ।
ন্যায্য দাবীতে ফুঁসে ওঠা রক্ত চোখের উদ্দাম জনতার কথা বল ।
তুমি খাঁ খাঁ রোদ্রে একঝাক হার না মানা যুবকের সাগরের মত গর্জে ওঠার কথা বল।
তুমি উত্তোলিত বাহুর কথা বল, বজ্রমুষ্টির কথা বল ;
গগন ভেদী চিৎকার আর শ্লোগানে শ্লোগানে মুখরিত রাজপথের কথা বল ।
তুমি প্রলয়ের কথা বল, পবনের কথা বল ।
তুমি সৃষ্টির কথা বল !
অনিবার্য ধ্বংসের কথা বল !
মদমত্ত রাজন্যের কথা বল তুমি !
অবাঞ্ছিত উন্মাতাল জনস্রোতের কথা বল ।
নষ্ট নেতার কথা বল, হাসিমুখে প্রতিশ্রুতি বধের কথা বল;
তুমি জনতার বারংবার ভুলে অর্জিত অযাচিত কষ্টের কথা বল ।
নিরীহ পথচারীর হঠাৎ আগুনে ঝলসে যাবার কথা বল,
যে পিতা হেঁটে যায় পুত্রের দগ্ধ লাশ কাঁধে নিয়ে –
তার সেই অপারগ কাঁধে অর্পিত পাহাড় সম ভারের কথা বল ।
গত রাত্রিতেও যে মেয়েটি স্বপ্ন দেখেছিল একটি সুখের ঘর,
কোন এক সুদর্শন যুবকের হাতে হাত রেখে যেতে চেয়েছিল বহুদুর ;
এসিডে ঝলসে যাওয়া মুখে আজ সে শুয়ে আছে হাসপাতালের বেডে –
তুমি সেই বোনটির স্বপ্ন ভঙ্গের কথা বল ।
তুমি নির্মমতার কথা বল , নিষ্ঠুরতার কথা বল –
অসহায় মানবতার কথা বল তুমি !
তুমি ক্ষুধিত নিরন্ন মানুষের কথা বল !
নিরুৎসব বিষণ্ণ জীবনের কথা বল !
অকারন ভোজনে পাহাড় সম ফুলে ওঠা উদরের কথা বল ।
অকারনে বখে যাওয়া অমানুষের কথা বল
ধুসরিত পথে সোনার স্বপ্ন বুনে দিয়ে যায় যারা তাদের কথা বল।
ধূপের মত পুড়ে পুড়ে যে জীবন গন্ধ বিলায় ,
অবশেষে ছাই হয়ে পড়ে থাকে ধরাতলে –
সেই জীবনের অপ্রকাশিত পুঞ্জিভূত অজস্র অভিমানের কথা বল তুমি ।
কবিতা আমার ! মুখ খোল তুমি !
তোমার কথায় জনতার কথা বল !
তোমার কথায় জীবনের কথা বল কিছু !
তোমার কথায় পৃথিবীর কথা বল ।