আমরা সবাই শূন্যই

সিদ্দিক মাহমুদুর রহমান

ডিসকভারী চ্যানেলে একটা ছবি দেখেছিলাম–
একদল হরিণের পিছনে ছুটছে চিতা।
অনেকক্ষণ ধরে ছোটার পর চিতাটি
একটি হরিণকে ধরে ফেল্লো।
আর অন্য সব হরিণ ছোটাছুটি বন্ধ করে দিলো।
দেশে এক একটা হত্যাকান্ড হয়,
আর কদিন আমরা চেঁচাই,
তারপর ওই হরিণদের মতো চুপ করে যাই,
আর চিতার আর একবার ক্ষুধা পাওয়ার অপেক্ষায় থাকি,
এবার কার পালা?
আমরা সবাই কেবল যূথবদ্ধ হরিণ,
প্রতিদিন অপেক্ষায় থাকি অবধারিত মৃত্যুর!
কথায় আছে, ০ গূণ ১ লক্ষ = ০;
০ গূণ ১৮ কোটি = ০।
আমরা সবাই শূন্যই।
দশ জন হই আর ১৮ কোটি হই।

Leave a Reply