‘একটি ব্যাংকিং জাতি গড়ার প্রত্যয়ে’ (ঞড় নঁরষফ ধ নধহশরহম হধঃরড়হ) বাংলাদেশে প্রথমবারের মতো ব্যাংকিং মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৪ নভেম্বর থেকে ২৮ নভেম্বর, ২০১৫ পর্যনৱ পাঁচদিন ব্যাপী বাংলা একাডেমি প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হবে। এ মেলায় বাংলাদেশ ব্যাংকসহ সকল বাণিজ্যিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংকিং কার্যক্রমের মূলভাবধারার সাথে সম্পর্কিত প্রতিষ্ঠানের অংশগ্রহণে প্যাভিলিয়ন/স্টল পরিচালিত হবে। টেকসই অর্থনৈতিক উন্নয়ন, উচ্চতর প্রবৃদ্ধি অর্জন ও ২০২১ সালের মধ্যে দেশকে একটি মধ্য আয়ের দেশে পরিণত করার ‘রূপকল্প’ বাসৱবায়নের লৰ্যে প্রগতিশীল সরকারের সহযোগী হিসেবে বাংলাদেশ ব্যাংক বিগত বছরগুলোতে প্রচলিত ব্যাংকিং ধারার পাশাপাশি অনৱর্ভুক্তিমূলক ব্যাংকিং, দারিদ্র্য লাঘব, নারীর ৰমতায়ন ও সামাজিক দায়বদ্ধতার এক নতুন ধারা প্রবর্তন করেছে – যা সমগ্র আর্থিক খাতকে দিয়েছে প্রবৃদ্ধির পাশাপাশি এক মানবিক চেহারা। এ অভিনব, আকর্ষণীয় মেলায় প্রথাগত কেন্দ্রীয় ব্যাংকিং ও উন্নয়নমূলক কেন্দ্রীয় ব্যাংকিং এবং সর্বোপরি টেকসই উন্নয়ন ও মানবিক ব্যাংকিং এর রূপরেখা, অগ্রগতি প্রদর্শনের পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকের বিভিন্ন প্রডাক্ট, ঋণ কার্যক্রম, মনিটরিং সুপারভিশন, কাস্টমার সার্ভিস বিভিন্ন বিষয়ে প্রচার/প্রদর্শনী চলতে থাকবে। সমগ্র জাতির সর্বসৱরের মানুষকে ব্যাংকিং কার্যক্রমে সম্পৃক্ত করতে জাতীয় স্বার্থে এ ব্যাংকিং মেলায় বিষয়ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা, সেমিনার/গোলটেবিল আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। ব্যাংকিং খাতে সাম্প্রতিককালের বহুবিধ অগ্রগতি নিয়েও জাতীয় প্রচার মাধ্যমে বিভিন্ন রকম প্রচার কার্যক্রম চলছে। তদুপরি, বিভিন্ন ব্যানার, ফেস্টুন, বিল বোর্ড, পোস্টার, লিফলেট, রোড শোর মাধ্যমে এ মেলার প্রচার ও প্রস্তুতি চলছে। জাতীয় স্বার্থে অনুষ্ঠিতব্য আলোচ্য এ ’ব্যাংকিং মেলা’কে আপনাদের প্রতিষ্ঠানের শাখাসমূহে প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে।